আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের মধ্যপ্রদেশে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৩ জন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বাসের মধ্যে এখনও অনেক যাত্রী আটকে রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রেবা থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এক সড়কের কাছে ভোর সাড়ে ছয়টায় সিধি জেলাগামী বাসটি দুর্ঘটনার শিকার হয়। রেবার সুপারিন্টেনডেন্ট অব পুলিশ আবিদ খান বলেন, বাসটি পেছন থেকে স্টেশনারি ট্রাকটিকে ধাক্কা দেয়। আহতদেরকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভয়াবহ দুর্ঘটনায় ৯ জনের অকাল মৃত্যুতে গভীর দুঃখপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ।