অন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের পশ্চিমবঙ্গে সোমবারের বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
সিনিয়র এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘রাজ্যের রাজধানী কোলকাতা থেকে ২২০ কিলোমিটার দূরে মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদে একটি পুরনো সেতু ভেঙ্গে গাড়িটি খালে পড়ে যায়। এখন পর্যন্ত সেখান থেকে ৪৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘ডুবুরিরা এখনো লাশের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।’ বাসটিতে ৬০ জনের মতো আরোহী ছিল। সোমবার দ্রুতগামী বাসটি অপর একটি বাসের সঙ্গে সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর দেয়াল ভেঙ্গে জলঙ্গি নদীর সঙ্গে সংযুক্ত খালে পড়ে যায়।
এই ঘটনায় আহত কয়েকজনকে সরকারি একটি হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। ওই কর্মকর্তা আরো বলেন, ‘আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।’ নদিয়া জেলা থেকে করিমপুর থেকে মুর্শিদাবাদের মধ্য দিয়ে মালদা জেলায় যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। সিনহুয়া।