অন্তর্জাতিক ডেস্কঃ
ভারতে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ৩০ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভির।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় বাস ও ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে অনেকের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হতাহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি স্থানীয় কর্তৃপক্ষকে হতাহতদের সাহায্যের জন্য নির্দেশ দিয়েছেন।