অন্তর্জাতিক ডেস্কঃ
অসুস্থ এক ব্যক্তির পেট কেটে ৮টি চামচ, ২টি স্ক্রু-ড্রাইভার, ১টি ছুরি, ২ টি টুথব্রাশ এবং একটি দরজার ছিটকিনি উদ্ধার করল চিকিৎসকরা। শুক্রবার ভারতের হিমাচল প্রদেশের মান্দি জেলায় ঘটনাটি ঘটেছে। অসুস্থ ওই ব্যক্তি মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, পেটের সমস্যা নিয়ে হিমাচল প্রদেশের শ্রী লাল বাহাদুর শাস্ত্রী গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভর্তি হন কর্ণ সেন নামে ওই ব্যক্তি। হাসপাতালে ভর্তি হওয়ার সময় বছর ৩৫-এর ওই ব্যক্তি অভিযোগ করেন তার পেটে ব্রণ হয়েছে। কিন্তু পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা জানান তার পেটে রয়েছে একটি ছুরি! প্রাথমিক চিকিৎসার পর তাকে লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এক্স-রে সূত্রের খবর, কেবল ছুরি নয়, কর্ণের পেটে রয়েছে আরও বহু কিছু। এরপর ৪ ঘণ্টার টানা অপারেশন চালান চিকিৎসকরা। ৩ জন শল্য চিকিৎসক মিলে ৪ ঘণ্টার টানা অপারেশনে কর্ণ বাবুর পেট থেকে উদ্ধার হয় ৮ টি চামচ, ২ টি স্ক্রু-ড্রাইভার, ১ টি ছুরি, ২ টি টুথব্রাশ এবং একটি দরজার ছিটকিনি।
চিকিৎসকরা জানান, এই রকম ঘটনা চিকিৎসা ক্ষেত্রে খুবই বিরল। বর্তমানে কর্ণ এখন বিপদমুক্ত।