অন্তর্জাতিক ডেস্কঃ
ভারতে আমেরিকা ড্রোন সরবরাহ চালিয়ে গেলে এই অঞ্চলে সামরিক সংঘাতের আশঙ্কা বাড়বে। অতএব তা বন্ধ করা উচিত বলে আমেরিকাকে জানিয়েছে ভারতের প্রতিবেশী ও ‘চিরশত্রু’ দেশ পাকিস্তান।
মার্কিন প্রশাসন জানিয়েছে, ভারত তার বিমানবাহিনীর আধুনিকীকরণের জন্য সশস্ত্র ড্রোনের জন্য যে আবেদন করেছে, তা বিবেচনা করছে তারা। এর পরেই এই মন্তব্য করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রনালয়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র নাফিজ জাকারিয়া বলেছেন, আমেরিকা সশস্ত্র ড্রোন পাঠালে আঞ্চলিক সংঘর্ষের আশঙ্কা বেড়ে যাবে। পাকিস্তান বরাবর আঞ্চলিক স্থিতাবস্থার পক্ষে, আন্তর্জাতিকভাবে যে কোনও অস্ত্র সরবরাহের সময় এই স্থিতাবস্থার কথা মাথায় রাখা উচিত।
এভাবে অন্য শক্তি এসে এখানে নাক গলিয়ে অস্ত্র সরবরাহ করলে দক্ষিণ এশিয়ার কৌশলগত স্থিতাবস্থা বিঘ্নিত হতে পারে বলে দাবি করেছেন তিনি।
ভারত-মার্কিন ঘনিষ্ঠতা নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রনালয় বলেছে, তারা কোনও দ্বিপাক্ষিক সম্পর্কের বিরুদ্ধে নয় কিন্তু চীনকে দমন করা বা পাকিস্তানকে হুমকি দেওয়ার অ্যাজেন্ডার ওপর ভিত্তি করে সেই সম্পর্কের বেড়ে ওঠা অনুচিত। হিন্দুস্তান টাইমস।