আন্তর্জাতীক ডেস্কঃ
ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। দেশটিতে গত একদিনে সাড়ে তিন হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর মৃত্যু বরণ করেছে ১২২ জন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি জানায়, বুধবার সকাল পর্যন্ত দেশটিতে মোট করোনা আক্রান্ত ৭৪,২৮১ জন। গত একদিনে পাল্লা দিয়ে বেড়েছে করোনা সংক্রমণ ও মৃত্যু। ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১২২ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,৫২৫ জন।
ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশে সক্রিয় কোভিড -১৯ আক্রান্তের সংখ্যা ৪৭,৪৮০ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৪,৩৮৬ জন।
খবরে বলা হয়, সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে। মঙ্গলবার এক হাজারেরও বেশি নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। রাজ্যে মোট করোনা আক্রান্ত ২৪,৪২৭ জন। মহারাষ্ট্রের পরেই করোনা আক্রান্তের হিসাবে তালিকায় আছে গুজরাট, তামিলনাড়ু এবং দিল্লি।