জাতীয় ডেস্কঃ
সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বিজিবি’র সদস্যরা সদর উপজেলার কুশখালি ও তলুইগাছা বিওপি সীমান্তের কয়েকটি স্থানে অভিযান চালিয়ে দুইজন ভারতীয় নাগরিকসহ ১১ জনকে আটক করেছে।
বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতদের ৯জন নারী ও শিশু এবং ২জন পুরুষ রয়েছে। আটককৃতরা হলেন, খুলনার কয়রা থানার ইয়াছিন সানা, স্ত্রী লাভলী বেগম ও শিশু কন্যা মুন্নি। দৌলতপুরের কৃষ্ণা শিলা ও রিজিয়া বেগম। চুয়াডাঙ্গার ঝর্ণা, কিশোরগঞ্জের খাদিজা ও নাইমা। এছাড়া ভারতের স্বরুপনগর থানার আফতাব মোল্যা ও তার শিশু কন্যা রুহিনী সাতক্ষীরার কলারোয়ার সুমন মিয়ার মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির হাতে আটক হয়।
ধৃতদের সদর উপজেলার পদ্মশাখরা প্রাথমিক বিদ্যালয় ও কলারোয়ার সোনাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় কোয়ারেন্টিন সেন্টারে রাখা হয়েছে। ১৪দিন পর তাদের বিরুদ্ধে মামলা করার বিষয়টি নিশ্চিত করেন ৩৩বিজিবি’র কমান্ডিং অফিসার লে: কর্নেল মোহাম্মদ আল মাহমুদ। অপরদিকে ভারতীয় নাগরিক আফতাব মোল্যাকে বিএসএফ এর হাতে হস্তান্তর করা হয়েছে।