জাতীয় ডেস্কঃ
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তার খাস কামরায় এ সাক্ষাৎ করেন।
সাক্ষাতের এক পর্যায়ে আপিল বিভাগের কর্মরত অন্যান্য বিচারপতিও অংশ নেন।
সাক্ষাৎ শেষে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতে তাকে বলেছি, আপনার দায়িত্ব পালনকালে আমরা পূর্ণ সহযোগিতা করব।
তিনি বলেন, এর আগেও দুইজন প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহনের পর আমি তাদেরকে বলেছিলাম, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে সেতু বন্ধন হচ্ছে আইন মন্ত্রণালয়। আজও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে সেই কথাটি বলেছি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতার কমতি হবে না।
ছুটিতে থাকা প্রধান বিচারপতি এসকে সিনহার সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, চিকিৎসকের সঙ্গে কথা বলে নিশ্চয়ই তাকে দেখতে যাব। তবে আজ না কাল, সেটি বলা যাচ্ছে না।