অন্তর্জাতিক ডেস্ক:
ভিয়েতনামের দক্ষিণাঞ্চলের বিনহ ফুয়োক প্রদেশে বৃহস্পতিবার সকালে একটি পেট্রোলবাহী ট্রাকে আগুন ধরে গেলে অন্তত ছয় জন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছে। নিহতদের মধ্যে একটি পরিবারের চার সদস্য রয়েছে।
অনলাইন পত্রিকা তুয়োই ত্রে এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানায়, স্থানীয় সময় ভোর চারটার দিকে চোন থানহ্ জেলায় তিন চাকার একটি পাথরবাহী ট্রাকের সঙ্গে তেলবাহী ট্রাকটির সংঘর্ষ ঘটলে এ অগ্নিকাণ্ড ঘটে। সংঘর্ষের পর তেলবাহী ট্রাকটি একটি বৈদ্যুতিক খুঁটির সাথে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। খুঁটিটিও পড়ে যায়।
ট্রাকের পেট্রোলগুলো রাস্তায় ছড়িয়ে পড়ে এবং রাস্তার পাশের ১৬টি বাড়িতে আগুন ধরে যায়। বাড়ির বাসিন্দারা এ সময় ঘুমিয়ে ছিল। ঘটনাটির তদন্তকারী প্রাদেশিক পুলিশ জানায়, এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে দমকল কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়। বাসস