ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভূমির ওপর অক্ষয়ের ভরসা!

বিনোদন ডেস্ক:

নতুন একটি নারীকেন্দ্রিক ছবিতে অভিনয় করতে চলেছেন ভূমি পেডনেকর। গত ৩০ নভেম্বর এমনই ঘোষণা করলেন অক্ষয় কুমার। টি-সিরি‌জ় প্রযোজিত এই ছবির নাম ‘দুর্গাবতী’। অক্ষয়ের পোস্ট থেকে জানা যাচ্ছে, এটি একটি গা-ছমছমে থ্রিলার। যার মুখ্য চরিত্রে ভূমি। অশোকের পরিচালনায় আগামী বছরের জানুয়ারি থেকে শুরু হবে ছবির শুটিং।

‘টয়লেট: এক প্রেম কথা’ ছবিতে ভূমি আর অক্ষয় একসঙ্গে কাজ করেছিলেন। তারপর থেকেই ভূমির সঙ্গে অভিনেতার ভাল সম্পর্ক। প্রযোজনা সংস্থার সঙ্গেও অক্ষয়ের খাতির রয়েছে। সে জন্যই ‘দুর্গাবতী’র প্রেজ়েন্টার হতে রাজি হয়ে গিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় অক্ষয়কে ধন্যবাদ জানিয়ে ভূমি লিখেছেন, ‘এ রকম একটা ছবির জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। অক্ষয় স্যারকে ধন্যবাদ- আমার উপরে ভরসা রাখার জন্য…’।

ভূমির ওপর অক্ষয়ের ভরসা!

প্রসঙ্গত, এই মুহূর্তে ভূমি ব্যস্ত তার ‘পতী পত্নী অওর উয়ো’ ছবির প্রচারে। অক্ষয় সদ্য শেষ করলেন ‘সূর্যবংশী’। ডিসেম্বরে আসছে তার ‘গুড নিউ‌জ়’ও।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

ভূমির ওপর অক্ষয়ের ভরসা!

আপডেট সময় ০৩:১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯

বিনোদন ডেস্ক:

নতুন একটি নারীকেন্দ্রিক ছবিতে অভিনয় করতে চলেছেন ভূমি পেডনেকর। গত ৩০ নভেম্বর এমনই ঘোষণা করলেন অক্ষয় কুমার। টি-সিরি‌জ় প্রযোজিত এই ছবির নাম ‘দুর্গাবতী’। অক্ষয়ের পোস্ট থেকে জানা যাচ্ছে, এটি একটি গা-ছমছমে থ্রিলার। যার মুখ্য চরিত্রে ভূমি। অশোকের পরিচালনায় আগামী বছরের জানুয়ারি থেকে শুরু হবে ছবির শুটিং।

‘টয়লেট: এক প্রেম কথা’ ছবিতে ভূমি আর অক্ষয় একসঙ্গে কাজ করেছিলেন। তারপর থেকেই ভূমির সঙ্গে অভিনেতার ভাল সম্পর্ক। প্রযোজনা সংস্থার সঙ্গেও অক্ষয়ের খাতির রয়েছে। সে জন্যই ‘দুর্গাবতী’র প্রেজ়েন্টার হতে রাজি হয়ে গিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় অক্ষয়কে ধন্যবাদ জানিয়ে ভূমি লিখেছেন, ‘এ রকম একটা ছবির জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। অক্ষয় স্যারকে ধন্যবাদ- আমার উপরে ভরসা রাখার জন্য…’।

ভূমির ওপর অক্ষয়ের ভরসা!

প্রসঙ্গত, এই মুহূর্তে ভূমি ব্যস্ত তার ‘পতী পত্নী অওর উয়ো’ ছবির প্রচারে। অক্ষয় সদ্য শেষ করলেন ‘সূর্যবংশী’। ডিসেম্বরে আসছে তার ‘গুড নিউ‌জ়’ও।