ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ভয়ঙ্কর রূপে জোলির ফেরা!

বিনোদন ডেস্ক:

আবারো অ্যাঞ্জেলিনা জোলির চমক। প্রায় চার বছর পর আবারো নতুন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে তার। সম্প্রতি প্রকাশ হয়েছে নতুন ছবি ‘মেলফিসেন্ট: মিসট্রেস অফ অভিল’র ট্রেলার। আর সেখানে ভয়ঙ্কর রূপে দেখা গেছে তাকে। মাথায় শিং আর দুই ডানা নিয়ে বড় পর্দায় ফের জাদু দেখাবেন তিনি।

 

এবারও প্রিন্সেস আরোরা হিসেবে থাকছেন এল ফ্যানিং। অভিনয়ের পাশাপাশি এবারের ছবিতে সহ-প্রযোজকের দায়িত্বও সামলেছেন জোলি। সিনেমাটি পরিচালনা করছেন জোয়াকিম রোনিং। মুক্তি পাবে ১৮ অক্টোবর।

ছবির গল্পে দেখা যাবে প্রিন্সেস অরোরাকে বিয়ের প্রস্তাব দেন প্রিন্স ফিলিপ। কিন্তু বিষয়টি নিয়ে চিন্তিত গডমাদার মেলফিসেন্ট। ভালোবাসা, বিয়ে কিংবা মানুষ সম্পর্কে মেলফিসেন্টের ধারণা বদলাতে তাকে আমন্ত্রণ জানান রানি ইংগিত। যদিও তা উদ্দেশ্য প্রণোদিত। ১৯৫৯ সালে মুক্তি পেয়েছে ফরাসি লেখক চার্লস পেরোর দ্যা স্লিপিং বিউটি অবলম্বনে তৈরি হয়েছে ‘স্লিপিং বিউটি’। ৫৫ বছর পর ২০১৪ সালে আলোর মুখ দেখে এর রিমেক চলচ্চিত্র মেলফিসেন্ট। যার সিক্যুয়াল ‘মেলফিসেন্ট: মিসট্রেস অফ এভিল’।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরের ৭ শহীদ পরিবারের মাঝে রমজানের উপহার পাঠালেন সাবেক মন্ত্রী কায়কোবাদ

ভয়ঙ্কর রূপে জোলির ফেরা!

আপডেট সময় ০১:৫৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯
বিনোদন ডেস্ক:

আবারো অ্যাঞ্জেলিনা জোলির চমক। প্রায় চার বছর পর আবারো নতুন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে তার। সম্প্রতি প্রকাশ হয়েছে নতুন ছবি ‘মেলফিসেন্ট: মিসট্রেস অফ অভিল’র ট্রেলার। আর সেখানে ভয়ঙ্কর রূপে দেখা গেছে তাকে। মাথায় শিং আর দুই ডানা নিয়ে বড় পর্দায় ফের জাদু দেখাবেন তিনি।

 

এবারও প্রিন্সেস আরোরা হিসেবে থাকছেন এল ফ্যানিং। অভিনয়ের পাশাপাশি এবারের ছবিতে সহ-প্রযোজকের দায়িত্বও সামলেছেন জোলি। সিনেমাটি পরিচালনা করছেন জোয়াকিম রোনিং। মুক্তি পাবে ১৮ অক্টোবর।

ছবির গল্পে দেখা যাবে প্রিন্সেস অরোরাকে বিয়ের প্রস্তাব দেন প্রিন্স ফিলিপ। কিন্তু বিষয়টি নিয়ে চিন্তিত গডমাদার মেলফিসেন্ট। ভালোবাসা, বিয়ে কিংবা মানুষ সম্পর্কে মেলফিসেন্টের ধারণা বদলাতে তাকে আমন্ত্রণ জানান রানি ইংগিত। যদিও তা উদ্দেশ্য প্রণোদিত। ১৯৫৯ সালে মুক্তি পেয়েছে ফরাসি লেখক চার্লস পেরোর দ্যা স্লিপিং বিউটি অবলম্বনে তৈরি হয়েছে ‘স্লিপিং বিউটি’। ৫৫ বছর পর ২০১৪ সালে আলোর মুখ দেখে এর রিমেক চলচ্চিত্র মেলফিসেন্ট। যার সিক্যুয়াল ‘মেলফিসেন্ট: মিসট্রেস অফ এভিল’।