জাতীয় ডেস্কঃ
আগামী মধ্য জুলাই রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। রোডম্যাপে ইভিএম অন্তর্ভুক্ত করেনি ইসি।
আজ মঙ্গলবার দিনব্যাপী বৈঠকে রোডম্যাপ চূড়ান্ত করতে পারেনি ইসি। আগামী ১৫ দিনের মধ্যে এটি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন সিইসি কেএম নূরুল হূদা। তিনি বলেন, রাজনৈতিক দল না চাইলে ইভিএম ব্যবহার করা হবে না। রোডম্যাপে সাতটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
সিইসি সাংবাদিকদের বলেন, জাতীয় নির্বাচনের আগে নিবন্ধিত দলগুলোসহ সংশ্লিষ্টদের সঙ্গে সংলাপ হবে। সীমানা পুনর্নির্ধারণ, আইন সংস্কার, ভোটার তালিকা হালনাগাদ, নতুন নিবন্ধন, ভোটকেন্দ্র, ইসির সক্ষমতা বাড়ানো ও সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি- এ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
ইত্তেফাক