জাতীয় ডেস্ক:
নতুন মন্ত্রিপরিষদ সচিব হয়েছেন সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বর্তমানে চুক্তিতে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে থাকা মোহাম্মদ শফিউল আলমের স্থলাভিষিক্ত হবেন।
নতুন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ২০১১ সালের ১৩ নভেম্বর সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব হন। এরপর ২০১৩ সালের ৩১ জানুয়ারি সচিব পদে এবং ২০১৭ সালের ১৩ জুলাই জ্যেষ্ঠ সচিব পদে পদোন্নতি পান। তার স্ত্রী কামরুন নাহার বর্তমানে মহিলা ও শিশুবিষয়ক সচিব। এর আগে তিনি সরকারের প্রধান তথ্য কর্মকর্তা ছিলেন।