খেলাধূলা ডেস্কঃ
ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ গোলের তিক্ত পরাজয়ের পর যেকোনো মূল্যে জয়ের জন্যই যে মাঠে নেমেছিলো আর্জেন্টিনা সেটা খেলোয়াড়দের শারীরিক ভাষায় বলে দিচ্ছিল। ম্যাচ জিতেছেও দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু পুরো ম্যাচে ধাক্কাধাক্কির যে চিত্র তাতে নৈতিক পরাজয়ই ঘটেছে দক্ষিণ আমেরিকার দলটির।
মঙ্গলবার রাতে এঞ্জেল কোরেরার একমাত্র গোলে ১-০ ব্যবধানে জিতেছে আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুই দল মিলিয়ে ফাউল করে মোট ৪৯টি! এরমধ্যে আর্জেন্টিনা ফাউল করেছে ২৭ বার। এ থেকেই বোঝা যায় আসলে খেলার চেয়ে ধাক্কাধাক্কিই বেশি হয়েছে।
এদিন বলের দখলেও পিছিয়ে ছিলো লিওনেল স্কলানির দল আর্জেন্টিনা। শুধু ৮৩ মিনিটে কোরেরার গোলটায় বেশি পাওয়া ছিলো মেসিহীন আর্জেন্টিনার। দুই ম্যাচের জন্য দলে এসে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে ইনজুরড হন বার্সেলোনা সুপার স্টার লিওনেল মেসি। পরে দ্বিতীয় ম্যাচে মরক্কোর বিপক্ষে খেলা হয়নি পাঁচবারের বর্ষসেরা খেলোয়াড়ের।