অন্তর্জাতিক:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজকে গ্রেপ্তার করেছে দেশটির ন্যাশনাল ব্যুরো অব অ্যাকাউন্টিবিলিটি। বৃহস্পতিবার লাহোরে বন্দী বাবাকে দেখে ফেরার পথে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, মরিয়ম নওয়াজের বিরুদ্ধে চৌধুরী চিনিকল দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ, মরিয়মকে অবৈধভাবে চিনিকলটির শেয়ার দেয়া হয়েছে। অন্যদিকে কলটির চিনি রপ্তানি করা হয়েছে দেখিয়ে অর্থও আত্মসাৎ করা হয়েছে।
মরিয়মকে শুক্রবার অ্যাকাউন্টিবিলি আদালতে তোলা হবে। বর্তমানে তিনি পাকিস্তান মুসলিম লিগ(নওয়াজ) এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।
এর আগে দুর্নীতি মামলায় মরিয়মের বাবা নওয়াজ শরীফের কারাদণ্ড দেয়া হয়। বর্তমানে তিনি জেল খাটছেন।
এ ঘটনা নিন্দা জানিয়েছে, পাকিস্তান মুসলিম লিগ(নওয়াজ)। দলটির প্রেসিডেন্ট শাহবাজ শরীফ বলেছেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে অন্ধ হয়ে গেছে।