আন্তর্জাতিক :
মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসায় মুসল্লিদের পিটিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। বেশ কয়েকজন মুসল্লি মারাত্মক আহত হয়েছেন। কয়েকজনকে টেনেহিঁচড়ে আটক করে নিয়ে গেছে হামলাকারীরা।
শুক্রবার জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মসজিদুল আকসায় জুমার নামাজ আদায় করার জন্য হাজার হাজার মুসল্লি উপস্থিত হন। কিন্তু তাদের অনেককেই ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। মূল ফটক থেকেই তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। বাধ্য হয়ে তারা রাস্তায় নামাজ আদায় করেছেন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ষড়যন্ত্র ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’র প্রতিবাদ ও পবিত্র স্থানগুলো রক্ষার অংশ হিসেবে শুক্রবার নামাজে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিল ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন ‘ইসলামি জিহাদ’।
ট্রাম্পের কথিত ‘মধ্যপ্রাচ্য শান্তি চুক্তি’ প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনিরা। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশ এ চুক্তির সমালোচনা করে শঙ্কা প্রকাশ করেছে।
ইসলামী সহযোগিতা সংস্থাও (ওআইসি) ট্রাম্পের এ চুক্তিকে প্রত্যাখ্যান করেছে এবং এ চুক্তি বাস্তবায়নে ইসলামি কোনো দেশ যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করার ঘোষণা দিয়েছে।