খেলাধূলা ডেস্কঃ
শনিবার রাতে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচ চলাকালীন এক ভক্ত হঠাৎ মাঠে ঢুকে পড়ে। প্রথমে ভয় পেলেও পরে তাকে জড়িয়ে ধরেন মাশরাফি। এই ঘটনায় সবাই মাশরাফির প্রশংসা করলেও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
পুলিশ জানিয়েছে, মাঠে ঢুকে মাশরাফি বিন মুর্তজাকে জড়িয়ে ধরা ছেলেটিকে রাতভর জিজ্ঞাসাবাদের পর তাকে স্রেফ একজন ‘পাগল ভক্ত।
মেহেদি হাসান নামে সাভারের ওই তরুণ এখনো মিরপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে। তিনি ধানমন্ডির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের সবচাইতে ব্যয়বহুল গ্যালারিগুলোর একটিতে বসে ছিলেন মেহেদি।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভূঁইয়া মাহবুব হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে যদিও তার ব্যাপারে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি, কিন্তু পুরোপুরি নিশ্চিত হবার জন্য তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হবে।
পুরো স্টেডিয়ামের গ্যালারির সম্মুখভাগেই এমনভাবে লোহার গ্রিল দেয়া যে কোন দর্শকের পক্ষে মাঠের ভেতরে ঢুকে পড়া সম্ভব না। একমাত্র এই গ্যালারির সামনেই কোন গ্রিল বা লোহার জাল দেয়া নেই।
এমনিতে এই ধরণের ঘটনা খেলাধুলায় আনন্দ দিয়ে থাকলেও এবার একটু শঙ্কা তৈরি করেছে। নিরাপত্তা নিয়ে ভীত ইংল্যান্ড দল একদিন আগেই ঢাকায় এসেছে। ফলে এই ঘটনার প্রভাব নিয়ে ভাবিত বিসিবি। বিবিসি বাংলা