তথ্যপ্রযুক্তি:
ধরুন আপনি অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। কিন্তু ফোনটা পকেটে ভরার সময়ে দেখলেন মাত্র ৫% চার্জ। চিন্তা না করে দিব্যি চার্জে বসিয়ে দিলেন। ১৩ মিনিট পরেই ফুল চার্জ হয়ে গেল ফোন! না, কোনও হেঁয়ালি নয়, এমনই আল্ট্রা ফাস্ট চার্জিংয়ের প্রযু্ক্তি-সহ স্মার্চফোন আনতে চলেছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ফোনটির মডেল ভিভো নেক্স থ্রি।
তবে সেই সময়ে এই প্রযুক্তি কোন ফোনে ব্যবহার করা হবে সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছিল সংস্থা। অবশেষে হল প্রতীক্ষার অবসান। সেপ্টেম্বরে অবমুক্ত হচ্ছে ভিভো নেক্স থ্রি। এতেই ফাস্ট চার্জিংয়ের প্রযুক্তি থাকছে বলে জানাল ভিভো।
শুধু তাই নয়, ব্যাটারিতে প্রায় ২ দিন পর্যন্ত চার্জ থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এতে ৬৪০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের দীর্ঘস্থায়ী ব্যাটারি রয়েছে। ফলে সাধারণ ব্যবহারে প্রায় ২ দিন চার্জ থাকবে ফোনটিতে।
দীর্ঘস্থায়ী ব্যাটারি ছাড়াও বাকি স্পেসিফিকেশনেও দেওয়া হয়েছে নজর। ফোনের স্ক্রিন-টু-বডি রেশিও ৯৯.৩%। থাকছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সেনসর।