আন্তর্জাতিক :
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে আফগান ও মার্কিন সেনাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। মার্কিন সামরিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা মুখপাত্র কর্নেল সনি লেগেট শনিবার বলেছেন, নানগারহার প্রদেশে মার্কিন ও আফগান সেনাদের একটি যৌথ বাহিনী এক অভিযান পরিচালনা করার সময় সরাসরি গুলিবর্ষণের শিকার হয়।
আরেক মার্কিন কর্মকর্তা জানান, হামলায় অন্তত একজন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন।
এদিকে অজ্ঞাত দুই আফগান কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ওই ঘটনায় পাঁচ থেকে ছয় মার্কিন সেনা ও ছয়জন আফগান সৈন্য নিহত হয়েছে।
দুই আফগান কর্মকর্তার বরাত দিয়ে টাইমসের খবরেও বলা হয়েছে, হামলায় ৫ থেকে ৬ জন মার্কিন সেনা ও ৬ জন আফগান সেনা নিহত হয়েছে।
এছাড়া মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলার পিছনে কারা জড়িত তা এখনো জানা যায়নি। এই ঘটনার তদন্ত চলছে। সিএনএন, ওয়াল স্ট্রিট জার্নাল।