অন্তর্জাতিক ডেস্কঃ
মালির কেন্দ্রীয় অঞ্চলের দুটি গ্রামে একদল বন্দুকধারী হামলা চালিয়ে অন্তত ১৩৪ ফুলানি পশুপালককে হত্যা করেছে। শনিবার ওই অঞ্চলের নিকটবর্তী শহর বানকাসের মেয়র মুলাই গুইন্দো এই তথ্য জানায়।
বিবিসির খবরে বলা হয়েছে, হামলা চালানোর আগে পুরো গ্রাম ঘিরে ফেলেছিল ওই বন্দুকধারীরা।
এখন পর্যন্ত ওই গ্রামের ১৩৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে। নিহতদের মধ্যে শিশু, গর্ভবতী নারী ও বৃদ্ধারা আছেন।
ফুলানি সম্প্রদায়কে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে খবরে বলা হয়েছে।
মালিতে জাতিসংঘের বিশেষ দূত এক বিবৃতিতে জানান, সেখানে জাতিগত সম্প্রদায় এবং জিহাদি গোষ্ঠীগুলোর মধ্যে সহিংসতা ক্রমেই বেড়ে গেছে।