জাতীয় ডেস্কঃ
ক্যাম্প থেকে পালিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগরের সেন্টমার্টিন পয়েন্ট থেকে শিশু-নারীসহ ৩৩ রোহিঙ্গাকে উদ্ধার করেছে নৌ-বাহিনীর সদস্যরা।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন থেকে তাদের আটক করে ‘বানৌজা আলী হায়দার’ নামে নৌ-বাহিনীর জাহাজ।
এ তথ্য নিশ্চিত করে বানৌজা আলী হায়দার জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন সোহেল আযম জানান, আটকৃতরা দালাল চক্রের মাধ্যমে বিভিন্ন রোহিঙ্গা শিবির থেকে বেরিয়ে আসেন। এরপর টেকনাফের বাহারছড়ার একটি সাগর পয়েন্ট দিয়ে নৌকায় ওঠেন। সেখান থেকে গভীর সমুদ্রে রওনা হওয়ার সময় তাদের আটক করা হয়।
এ সময় তাদের খাবার এবং পানি সরবরাহ করে নৌ-বাহিনী। পরে আটক রোহিঙ্গাদের সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশনে হস্তান্তর করা হয়।