ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় রমজানে ‘যৌন আবেদনময়ী’ পোশাক পরায় ৩৯ নারীকে চপেটাঘাত

ধর্ম ও জীবন ডেস্কঃ

রমজানে ‘সেক্সি’ বা আবেদনময়ী পোশাক পরে প্রকাশ্যে বেরোনো ও অশোভন আচরণের দায়ে ৩৯ জন নারীকে চপেটাঘাত করা হয়েছে মালেশিয়ায়। দেশটির ইসলামবিষয়ক ও ধর্ম বিভাগ (জাহেক) এ শাস্তি প্রদান করেছে। খবর নিউ স্ট্রেইট টাইমসের।

 

জাহেকের সহকারী প্রধান পরিচালক (শরিয়াহ ও আইন বিভাগ) মোহাম্মদ ফাদজুলি জেইন বলেন, ‘নোটিস করার পর ৯ ঘণ্টার অভিযান চালানো হয়। এ সময় ওই নারীদের চপেটাঘাত করা হয়।’

তিনি বলেন, জাহেক, কোটা বারু সিটি করপোরেশন, সমাজকল্যাণ বিভাগ ও পুলিশের ৭০ সদস্য সকাল ১০টায় বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানটি রাত ৭ টা পর্যন্ত চলে।

দেশটির বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান তিনি।

ফাদজুলি আরো বলেন, ‘অভিযানকালে চপেটাঘাতের পর ৩৯ নারীকে কাউন্সেলিং করা হয়। এ সময় আরও ৮ নারীকে জনসম্মুখে আবেদনময়ী পোশাক না পরার আইন বিষয়ে সতর্ক করা হয়।’

এছাড়া অভিযানের সময় রোজা না রাখা দুই ব্যক্তিকে একটি রেস্টুরেন্ট থেকে আটক করা হয় বলে জানান তিনি।

এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলেন, ফাদজুলি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

মালয়েশিয়ায় রমজানে ‘যৌন আবেদনময়ী’ পোশাক পরায় ৩৯ নারীকে চপেটাঘাত

আপডেট সময় ০৭:৫২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০১৯
ধর্ম ও জীবন ডেস্কঃ

রমজানে ‘সেক্সি’ বা আবেদনময়ী পোশাক পরে প্রকাশ্যে বেরোনো ও অশোভন আচরণের দায়ে ৩৯ জন নারীকে চপেটাঘাত করা হয়েছে মালেশিয়ায়। দেশটির ইসলামবিষয়ক ও ধর্ম বিভাগ (জাহেক) এ শাস্তি প্রদান করেছে। খবর নিউ স্ট্রেইট টাইমসের।

 

জাহেকের সহকারী প্রধান পরিচালক (শরিয়াহ ও আইন বিভাগ) মোহাম্মদ ফাদজুলি জেইন বলেন, ‘নোটিস করার পর ৯ ঘণ্টার অভিযান চালানো হয়। এ সময় ওই নারীদের চপেটাঘাত করা হয়।’

তিনি বলেন, জাহেক, কোটা বারু সিটি করপোরেশন, সমাজকল্যাণ বিভাগ ও পুলিশের ৭০ সদস্য সকাল ১০টায় বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানটি রাত ৭ টা পর্যন্ত চলে।

দেশটির বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান তিনি।

ফাদজুলি আরো বলেন, ‘অভিযানকালে চপেটাঘাতের পর ৩৯ নারীকে কাউন্সেলিং করা হয়। এ সময় আরও ৮ নারীকে জনসম্মুখে আবেদনময়ী পোশাক না পরার আইন বিষয়ে সতর্ক করা হয়।’

এছাড়া অভিযানের সময় রোজা না রাখা দুই ব্যক্তিকে একটি রেস্টুরেন্ট থেকে আটক করা হয় বলে জানান তিনি।

এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলেন, ফাদজুলি।