ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় রমজানে ‘যৌন আবেদনময়ী’ পোশাক পরায় ৩৯ নারীকে চপেটাঘাত

ধর্ম ও জীবন ডেস্কঃ

রমজানে ‘সেক্সি’ বা আবেদনময়ী পোশাক পরে প্রকাশ্যে বেরোনো ও অশোভন আচরণের দায়ে ৩৯ জন নারীকে চপেটাঘাত করা হয়েছে মালেশিয়ায়। দেশটির ইসলামবিষয়ক ও ধর্ম বিভাগ (জাহেক) এ শাস্তি প্রদান করেছে। খবর নিউ স্ট্রেইট টাইমসের।

 

জাহেকের সহকারী প্রধান পরিচালক (শরিয়াহ ও আইন বিভাগ) মোহাম্মদ ফাদজুলি জেইন বলেন, ‘নোটিস করার পর ৯ ঘণ্টার অভিযান চালানো হয়। এ সময় ওই নারীদের চপেটাঘাত করা হয়।’

তিনি বলেন, জাহেক, কোটা বারু সিটি করপোরেশন, সমাজকল্যাণ বিভাগ ও পুলিশের ৭০ সদস্য সকাল ১০টায় বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানটি রাত ৭ টা পর্যন্ত চলে।

দেশটির বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান তিনি।

ফাদজুলি আরো বলেন, ‘অভিযানকালে চপেটাঘাতের পর ৩৯ নারীকে কাউন্সেলিং করা হয়। এ সময় আরও ৮ নারীকে জনসম্মুখে আবেদনময়ী পোশাক না পরার আইন বিষয়ে সতর্ক করা হয়।’

এছাড়া অভিযানের সময় রোজা না রাখা দুই ব্যক্তিকে একটি রেস্টুরেন্ট থেকে আটক করা হয় বলে জানান তিনি।

এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলেন, ফাদজুলি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ নিয়ে সুখবর

মালয়েশিয়ায় রমজানে ‘যৌন আবেদনময়ী’ পোশাক পরায় ৩৯ নারীকে চপেটাঘাত

আপডেট সময় ০৭:৫২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০১৯
ধর্ম ও জীবন ডেস্কঃ

রমজানে ‘সেক্সি’ বা আবেদনময়ী পোশাক পরে প্রকাশ্যে বেরোনো ও অশোভন আচরণের দায়ে ৩৯ জন নারীকে চপেটাঘাত করা হয়েছে মালেশিয়ায়। দেশটির ইসলামবিষয়ক ও ধর্ম বিভাগ (জাহেক) এ শাস্তি প্রদান করেছে। খবর নিউ স্ট্রেইট টাইমসের।

 

জাহেকের সহকারী প্রধান পরিচালক (শরিয়াহ ও আইন বিভাগ) মোহাম্মদ ফাদজুলি জেইন বলেন, ‘নোটিস করার পর ৯ ঘণ্টার অভিযান চালানো হয়। এ সময় ওই নারীদের চপেটাঘাত করা হয়।’

তিনি বলেন, জাহেক, কোটা বারু সিটি করপোরেশন, সমাজকল্যাণ বিভাগ ও পুলিশের ৭০ সদস্য সকাল ১০টায় বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানটি রাত ৭ টা পর্যন্ত চলে।

দেশটির বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান তিনি।

ফাদজুলি আরো বলেন, ‘অভিযানকালে চপেটাঘাতের পর ৩৯ নারীকে কাউন্সেলিং করা হয়। এ সময় আরও ৮ নারীকে জনসম্মুখে আবেদনময়ী পোশাক না পরার আইন বিষয়ে সতর্ক করা হয়।’

এছাড়া অভিযানের সময় রোজা না রাখা দুই ব্যক্তিকে একটি রেস্টুরেন্ট থেকে আটক করা হয় বলে জানান তিনি।

এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলেন, ফাদজুলি।