বিনোদন ডেস্কঃ
সোমবার ছিল বলিউড গায়িকা সুনিধি চৌহানের ৩৩তম জন্মদিন। আর এদিনই জানালেন খুশির খবরটি, মা হতে চলেছেন এই গায়িকা। সম্প্রতি সুনিধি বাংলাদেশের একটি কনসার্ট শেষ করে গেলেন।
ভারতীয় গণমাধ্যম বলছে, সুনিধি এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের বাইরে তিনি এই খবর এখনও কাউকে জানাননি। এখন বেশিরভাগ সময় তিনি বাড়িতেই থাকছেন। আপাতত সাংবাদিক আর ক্যামেরা থেকে রেহায় পেতে সে দিকে খেয়াল রাখছেন গায়িকা। আপাতত নতুন করে বাড়ি সাজাতে মন দিয়েছেন সুনিধি।
সুনিধির বাবা বলেন, সুনিধির জীবনে এটা একটা নতুন অধ্যায়। আমরা সকলেই খুব খুশি। ও সব সময়ই খুব পরিশ্রমী ছিল। ওর কাজের মাধ্যমে আমাদের গর্বিত করেছে। ওর যাবতীয় কমিটমেন্ট শেষ করেছে। এবার আমরা সকলে মিলে ওর এই অবস্থায় বাড়ি থেকে না বেরনোর সিদ্ধান্ত নিয়েছি। কারণ ওর সুস্থ থাকাটা এখন আমাদের প্রায়োরিটি।
দু’বছর প্রেম করার পর ২০১২-তে মিউজিক কম্পোজার হিতেশ সোনিককে বিয়ে করেন সুনিধি। ১৮ বছর বয়সে গায়িকা বিয়ে করেছিলেন কোরিওগ্রাফার ববি খানকে। তবে সে দাম্পত্য দীর্ঘস্থায়ী হয়নি। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।