খেলাধূলা ডেস্কঃ
বাংলাদেশের নানা রঙ, বৈচিত্র্য আর উৎসবের গল্প বিশ্ববাসীর সামনে তুলে ধরতে ‘উৎসবের বাংলাদেশ’ শিরোনামে একটি মিউজিক ভিডিও বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশ পেয়েছে। প্রকাশের পর ২৪ ঘন্টা না পেরোতেই বেশ সাড়া ফেলেছে গানটি। কারণ এই মিউজিক ভিডিওতেই নাচলেন বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক অনুপ্রেরণাদায়ী মাশরাফি বিন মুর্তজা।
বাংলাদেশের ঈদ, পূজা-পার্বন, পহেলা বৈশাখ, ঘুড়ি উৎসব, আদিবাসী উৎসবসহ সকল জাতীয় ও আঞ্চলিক উৎসবগুলোকে তুলে ধরার প্রয়াসেই বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় নোমান রবিন এর নির্দেশনায় আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে তৈরি হয়েছে ‘উৎসবের বাংলাদেশ’ নামে এই মিউজিক ভিডিওটি। ভিডিওর গানটি গেয়েছেন বুশরা শাহরিয়ার। গানের কথা লিখেছেন, সুর করেছেন তিনিই।
ভিডিও’র শেষদিকে লাল-সবুজের পতাকা হাতে স্যালুট প্রদর্শন করেন মাশরাফি। এরপর নাচে-গানে মেতে ওঠেন নড়াইল এক্সপ্রেস।
গানটি নিয়ে বুশরা বললেন, ‘আসলে আমাদের দেশটি খুবই সুন্দর। কিন্তু সঠিক প্রচারণার অভাবে বিশ্ব থেকে এই সৌন্দর্য লুকায়িত। এই আইডিয়াটাই মূলত আমাকে এমন একটি গান তৈরির তাগিদ দিয়েছে। ’