বিনোদন ডেস্কঃ
সত্তর দশকে গড়ে ওঠা বিখ্যাত ব্যান্ড ‘রোলিং স্টোন’-এর ভোকালিস্ট মিক জ্যাগার গুরুতর অসুস্থ। তার অসুস্থতার কারণে বাতিল হলো রোলিং স্টোনের আমেরিকা ও কানাডার ট্যুর।
আগামী ২০ এপ্রিল থেকে ২৯ জুন পর্যন্ত এই ট্যুরের সময়সীমা নির্ধারিত হয়েছিল। কিন্তু মিক শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে বর্তমানে তিনি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আছেন। তার অসুস্থতা নিয়ে তিনি টুইটারে ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘এই ট্যুরটি বাতিল করার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। যারা টিকেট কিনে রেখেছেন তাদের কাছে আমরা সত্যি লজ্জিত।’
এ বিষয়ে রোলিং স্টোনের ফ্যানরা সবাই মিকের সুস্থতা কামনা করেছেন। এর আগে ১৯৯০ সালে গিটারিস্ট রিচারর্ডের আঙুলে ইনফেকশন হওয়ার কারণে ‘রোলিং স্টেন’-এর একটি ট্যুর বাতিল করা হয়েছিল।