রায়হান চৌধুরী,ঃ
“মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” স্লোগানকে সামনে রেখে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সব শ্রেণিপেশার মানুষকে একত্রিত হয়ে সচেতনতা সৃষ্টি করার ওপর গুরত্বারোপ করেছেন কুমিল্লা রিজিয়নের মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মো: আবদুর রব।
তিনি বলেন, ‘দেশে আর কোন সড়ক দূর্ঘটনা যেন না ঘটে সেজন্য আমাদের অঙ্গিকার করতে হবে। একটি সড়ক দূর্ঘটনা সারাজীবনের কান্নায় যেন রূপ লাভ না করে।’ সোমবার দুপুরে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ী প্রাঙ্গণে সড়ক দুর্ঘটনারোধে গাড়ী চালকদের দক্ষতা ও হেলপারদের জনসচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষন কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে আবদুর রব এ কথা বলেন।
তিনি আরোও বলেন, সরকার ও সাধারণ মানুষের সদিচ্ছায় সড়ক দুর্ঘটনাকে শুণ্যের কোঠায় নিয়ে আসা সম্ভব। এ সময় তিনি সড়ক দুর্ঘটনার প্রধান প্রধান কারণ অনুসন্ধান ও তা প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা ৯৩৮ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান ফিরুজ মিয়া, কুমিল্লা জেলা নিউ জনতা মিনিবাস মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর আলম, মিরপুর হাইওয়ে কমিউনিটি পুলিশিং ডে ফোরামের সভাপতি মিয়া মোহাম্মদ তুহিনের প্রমুখ।
আলোচনা সভা শেষে শতাধিক গাড়ি চালক ও সংশ্লিষ্টদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।