অন্তর্জাতিক ডেস্কঃ
মিয়ানমাররের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নিপীড়নের জেরে দেশটিকে দেয়া ২০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা স্থগিত করেছে বিশ্বব্যাংক।
স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটনে সংস্থাটির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বিশ্বব্যাংক জানায়, ‘সম্প্রতি মিয়ানমারের জন্য অনুমোদিত উন্নয়ন সংক্রান্ত ঋণের সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করে দেখেছে বিশ্বব্যাংক। সার্বিক বিচারে সংস্থাটির মনে হয়েছে, ওই ঋণের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে সেখানকার পরিস্থিতির আরও উন্নতি হওয়া দরকার।’
রাখাইনের পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে বিশ্বব্যাংকের বিবৃতিতে বলা হয়েছে, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সহিংসতা, রাখাইনের ধ্বংসযজ্ঞ এবং তাদের উচ্ছেদ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন বিশ্বব্যাংক।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বৈষম্যহীনকা, সামাজিক অন্তর্ভুক্তি এবং সবার জন্য অর্থনৈতিক সুযোগের মৌলিক নীতির জন্য একটি প্রতিষ্ঠান হিসেবে জাতিসংঘ এবং বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে বিশ্বব্যাংক।’
উন্নয়নকাজে ঋণ সহায়তা স্থগিতের পাশাপাশি এর আগে দেশটিতে দেয়া অন্যান্য সহায়তাও পুনর্বিবেচনার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। পরবর্তী সুবিধা পেতে রাখাইন সংকট সমাধানে উল্লেখযোগ্য অগ্রগতির তাগিদ দেয়া হয়েছে।
একই সঙ্গে রাখাইনের সহিংসতা বন্ধ করে দুর্গত এলাকায় সহায়তা পাঠাতে সু চি সরকারকে আহ্বান জানিয়েছে সংস্থাটি। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার পথ সুগম করতেও তাগিদ দেয়া হয়েছে।
রাখাইনসহ মিয়ানমারের অন্যান্য অনুন্নত এলাকায় সামাজিক উন্নয়ন, বৈষম্য দূর করতে গত কয়েক বছর ধরে ঋণ সহায়তা দিয়ে আসছে বিশ্বব্যাংক।