বেলার উদ্দিন আহম্মদ, বিশেষ প্রতিনিধিঃ
মিয়ানমারের সেনাবাহিনী ও বৌদ্ধভিক্ষুদের দ্বারা রোহিঙ্গা নির্মমভাবে মুসলমানদের গণহত্যা, নারী ও শিশু ধর্ষন, নিরস্ত্র মানুষের বাড়ি ঘরে আগুন দিয়ে লুটতরাজ সহ দেশ ত্যাগে বাধ্য করা বন্ধের দাবীতে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ ও সমাবেশ করে মুরাদনগর উপজেলা হেফাজতে ইসলাম।
শুক্রবার বাদজুমা উপজেলা সদরের মুজাফ্ফারুল উলুম মাদ্সা মাঠে প্রতিবাদ সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ হেফাজতে ইসলামের মুরাদনগর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলার সর্বস্তরের জনগণ ও বিভিন্ন মসজিদের মুসল্লীরা।
উপজেলা হেফাজতে ইসলামের আমীর মুফতি আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী মুফতি দ্বীন মুহাম্মদের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র নায়েবে আমীর হাফেজ আমিরুল ইসলাম, রহিমপুর হেজাজীয়া এতিমখানার প্রিন্সপিাল আমীর হোসেন, হফেজ মোহাম্মদ উল্লাহ প্রমুখ।