আন্তর্জাতিক ডেস্কঃ
মিয়ানমারের পূর্ব সীমান্তে সান রাজ্যে জান্তাবিরোধী বেসামরিক যোদ্ধাদের সঙ্গে তুমুল সংঘর্ষে দেশটির অন্তত ২০ জন পুলিশ সদস্য নিহত হয়েছে। হামলার পর পুলিশ স্টেশনটি দখলে নেয় তারা।
সংবাদ মাধ্যম দ্য জাকার্তা পোস্টের বরাতে জানা যায়, জান্তাবিরোধী যোদ্ধারা দাবি করেন শান রাজ্যের একটি শহরে রবিবার (২৩ মে) তাদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্তত ২০ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া শহরের একটি পুলিশ স্টেশন তারা দখল করেন নেয়।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, নিরাপত্তা বাহিনীর চার সদস্যকে আটক করে হেফাজতে নিয়েছেন জান্তাবিরোধী যোদ্ধারা পাশাপাশি দখলে নেওয়া পুলিশ স্টেশনটি আগুন দিয়ে পুড়িয়ে দেয় তারা।
জান্তাবিরোধীরা মিয়ানমারের ক্ষমতাচ্যুত আইনপ্রণেতাদের নিয়ে গঠিত ছায়া সরকারের পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) এর সদস্য। সামরিক জান্তার হাত থেকে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে এই বাহিনী গঠন করেছেন তারা।
এদিকে গত ১ ফেব্রুয়ারি জান্তা সরকার কর্তৃক গ্রেফতার হওয়ার পর এই প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন মিয়ানমারের গণতান্ত্রিক নেত্রী অং সান সু চি। সোমবার (২৪ মে) সশরীরে তিনি আদালতে উপস্থিত হয়েছেন।
দেশটির রাজনৈতিক বন্দিদের গোষ্ঠী জন্য সহায়তা সমিতির তথ্যমতে, মিয়ানমারে জান্তা সরকার বিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত ৮০০ এর বেশি লোক নিহত হয়েছেন। এ ছাড়া বন্দি করা হয়েছে চার হাজারের অধিক।