মো: আবুল কালাম আজাদ ভূইয়াঃ
কুমিল্লা মুরাদনগরে অগ্নিকান্ডে একটি বাড়ির ৪ টি বসত ঘর ও গবাদি পশু ভষ্মীভূত হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
সোমবার দিবাগত ভোর রাতে উপজেলার উত্তর আমপাল গ্রামের গেদার বাড়িতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামে সোমবার ভোর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মুহুর্তে আগুন ছড়িয়ে পড়লে একটি বাড়ির ৪ টি ঘর ভস্মীভুত হয়। সড়ক যোগাযোগের ব্যবস্থা ভালো না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ী ঢুকতে বিঘœ হওয়ায় এলাকার নারী পুরুষ সম্মিলিতভাবে ডিজেল চালিত পাম্পের মাধ্যমে ঘটনাস্থলে ঘন্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে আবুল কাশেম ও আলী আহম্মেদের ৪টি ঘরসহ সাড়ে ৪শত কবুতর ও তিনটি ছাগল পুড়ে মারা যায় এবং ঘরে রক্ষিত নগদ টাকা এবং ধান- চাল ও স্বর্নালঙ্কারসহ বিভিন্ন ফসল পুড়ে যায়।