মো: হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘জামিয়া দারুল উলূম মুহিউস্ সুন্নাহ করিমপুর’ মাদরাসায় এ বছরেই প্রথম কওমী শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদীস (মাস্টার্স) খোলা হয়েছে। ১৪৩৮-৩৯ হিজরী শিক্ষা বর্ষের পবিত্র কুরআনুল কারীম, ছহীহ বুখারী শরীফ ও জামিয়ার অন্যান্য সকল বিভাগের ছবক উদ্বোধন উপলক্ষে শনিবার জামিয়া প্রাঙ্গনে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে ছহীহ বুখারী শরীফের সবক প্রদান করেন খতীবে আজম আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী।
প্রধান অতিথির বক্তব্য রাখেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি। জামিয়া কাসেমুল উলুম কুমিল্লার অধ্যক্ষ আল্লামা আব্দুর রাজ্জাক-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা কওমী মাদরাসা সংগঠনের সভাপতি আল্লামা নুরুল হক, রানীরবাজার মাদরাসার শাইখুল হাদীস আল্লামা মুফতী আব্দুল বারী, জামিয়া দারুল উলূম মুহিউস্ সুন্নাহ করিমপুর-এর শাইখুল হাদীস ও অধ্যক্ষ আল্লামা মুফতী দ্বীন মোহাম্মদ আশরাফ, হোমনা উপজেলার রামপুর মাদরাসার শাইখুল হাদীস ও অধ্যক্ষ আল্লামা মোতালেব হোসাইন, বাঘমারা মাদরাসার অধ্যক্ষ আল্লামা মুফতী নুরুজ্জামান।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবক খাদেম রসুল ভুইয়া, মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের প্রভাষক তকদিরুল ইসলাম, প্রভাষক মনিরুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান-সহ মাদরাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য, উক্ত প্রতিষ্ঠানে অতীতের মতো ভবিষ্যতেও জামিয়াটি কওমী অঙ্গনে বিশেষ অবদান রাখবে বলে কর্তৃপক্ষ আশাবাদী। এ ক্ষেত্রে সকলের সার্বিক সহযোগিতাসহ দোয়া প্রত্যাশী।