মো: আজিজুর রহমান রনি, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহি কোম্পানীগঞ্জ বাজারে আগুন লেগে একটি ফলের আড়ৎসহ ১২টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানান।
সোমবার বিকেলে ফলের আড়ৎতে সিগেরেটের আগুন থেকে অগ্নিকান্ডের কারন বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুসার হোসেন।
মুরাদনগর উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাজার ব্যবসায়ীরা জানান, বিকেলে কোম্পানীগঞ্জ বাজার এলাকার ফল মার্কেটের একটি ফলের আড়ৎত আগুনে পুড়তে দেখে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেওয়া হয়। খবর পেয়ে একটি দল এসে আগুন নিয়ন্ত্রন আনে। এর মাঝে আড়ৎ মালিক শাহজানও ইব্রাহিম, আব্দু হাকিমের ৩টি, মমতাজ উদ্দিনের ৩টি দোকান, আবুল হাসেমের মদিনা বেকারীর ও বীরানি হাউজ, একটি মোবাইল দোকান, হুমায়নের ফল দোকান, অবু তাহেরের ফল দোকানসহ মোট ১২টি দোকান পুরে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে দাবী করেন ব্যবসায়ীরা।