মো: হাবিবুর রহমান, বিশেস প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার খুরুইল আজগরিয়া আলিম মাদরাসায় শনিবার দুপুরে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে অনুষ্ঠিত হয়।
মাদরাসার গভর্নিং বডির সভাপতি আলমগীর কবিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামঘর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, ধামঘর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাদেক সাদির।
মাদরাসার সিনিয়র শিক্ষক হেলাল উদ্দিনের উপস্থাপনায় এতে আরো বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোবারক হোসেন প্রধান, আরবি প্রভাষক আ.ন.ম জাহাঙ্গীর শাহ, বাংলা প্রভাষক সেলিনা আক্তার, সাবেক অভিভাবক সদস্য আবুল কালাম আজাদ, সহকারী মৌলভী আব্দুস ছাত্তার মোল্লা প্রমুখ।
এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউপি সদস্য হাজী ফিরোজ আহাম্মদ, অভিভাবক সদস্য সেলিম সরকার ও আওয়ামীলীগ নেতা হাজী হিরন মিয়া, মাদরাসার শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে দেশ-জাতির শাস্তি কামণা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন দশম শ্রেণির ছাত্র ইয়াছিন মিয়া। হামদ ও নাত পরিবেশন করেন ৮ম শ্রেণির ছাত্রী রোজিনা আক্তার ও ওমর ফারুক। সমাবেশে বক্তারা সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার উদাত্ব আহবান জানায়।