মো. হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান বিশ^ হচ্ছে জ্ঞান ভিত্তিক। তাই পড়ালেখা ছাড়া এ দেশকে এগিয়ে নেওয়া কোন ভাবেই সম্ভব নয়। আমাদের সময় এত নতুন নতুন প্রযুক্তি ছিলনা। তোমাদের আজকে যে সুন্দর সুন্দর সুযোগ রয়েছে, যেমন তথ্য প্রযুক্তি, ইন্টারনেট, কম্পিউটার, সুন্দর বিল্ডিং। যদি ভাল ভাবে মনযোগ সহকারে লেখাপড়া কর তাহলে তোমরা ভবিষ্যতে এ দেশের নেতৃত্ব দিবে। তিনি বলেন, ইতিমধ্যে মুরাদনগর উপজেলায় ৪০টি চারতলা ডিজিটাল ভবন হতে যাচ্ছে। ভবিষ্যতে সকল প্রতিষ্ঠানে চারতলা ডিজিটাল ভবন হবে ইনশাল্লাহ। দেশে আজ স্বপ্নের পদ্মা সেতুসহ নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট নির্মাণ হচ্ছে।
বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেধা ও দেশ প্রেম আছে বলেই বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। মানুষের প্রতি ভালবাসা না থাকলে এ সীমিত আয় দিয়ে বাংলাদেশে এত উন্নয়ন করা সম্ভব হতো না। উন্নয়নের সকল ধারাই অব্যাহত আছে, কিন্তু আমরা যদি পরবর্তীতে একটি শিক্ষিত প্রজন্ম রেখে যেতে না পারি তাহলে এ উন্নয়ন ধরে রাখা সম্ভব নয়।
আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি শুক্রবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার চন্দনাইল মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় চার কোটি টাকা ব্যয়ে চারতলা ডিজিটাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য সুধাংশু রঞ্জর সাহার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ হারুণ আল রশীদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কুমিল্লা জোনের উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মাহফুজার রহমান, বিদ্যালয়ের দাতা সদস্য অধ্যাপক ডা: পি. কে সাহা, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রিয় নেতা আকম গিয়াস উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, ময়মনসিংহ কৃষি বিশ^বিদ্যালয়ের আক্তারুজ্জামান তপন, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান বাবুল আহমেদ মোল্লা, কাইয়ুম ভুইয়া, সমাজসেবক আলহাজ¦ ইসমাইল হোসেন, উত্তর পেন্নই দাখিল মাদরাসার সুপার মাওলানা গোলাম মোস্তফা, সাংবাদিক শামীম আহাম্মদ, মাহবুব আলম আরিফ, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোখলেছুর রহমান ভাসানী, ইউনিনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ পাভেল ও কাউছার আলম প্রমূখ। শেষে বিদ্যুতায়নের লাইন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
যুবলীগ নেতা সফিকুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আউয়াল। পরে আনুষ্ঠানিক ভাবে চারতলা ডিজিটাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দেশ ও জাতির শান্তি কামনা করে মোনাজাত করা হয়। # #