মো: রায়হান চৌধুরী, স্টাফ রির্পোটার, মুরাদনগরঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে মুরাদনগর উপজেলার চাপিতলা ফরিদ উদ্দিন সরকার ডিগ্রি কলেজ।
রবিবার সকালে কলেজ মাঠে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলেজের সভাপতি ও প্রতিষ্ঠাতা মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব এমএ সালাম। সহকারি অধ্যক্ষ সুনীল চন্দ্ররায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুট এসোসিয়শনের মহাসচিব আব্দুল কাইউম, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিচালক আতাহার আলী, বিশিষ্ঠ শিক্ষা অনুরাগী আব্দুল হক মুন্সি, চাপিতলা ইউনিয়ন চেয়ারম্যান কাইয়ুম ভূইয়া, উপাধ্যক্ষ সফিকুল ইসলাম, মফিজুল ইসলাম প্রমুখ।