শামীম আহম্মেদ, মুরাদনগর:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক প্রতিনিধি নির্বাচন শুক্রবার সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে উৎসবমূখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১২৬৫ জন ভোটারের মধ্যে ৭০৬ জন ভোটার বিরতীহীন ভাবে তাদের কাঙ্খিত প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করে।
নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করে প্রিজাইডিং অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক।
নির্বাচিত প্রার্থীরা হলেন- রায়হান ভুইয়া (প্রাপ্ত ভোট ৪৭২) প্রথম, আব্দুল মালেক (প্রাপ্ত ভোট ৩৭৮) দ্বিতীয়, রেজাউল করিম ভুইয়া (প্রাপ্ত ভোট ৩৫৭) তৃতীয় ও কামাল উদ্দিন (প্রাপ্ত ভোট ২৭৯) চতুর্থ। বিজিত প্রার্থীরা হলেন- আব্দুল বাতেন (প্রাপ্ত ভোট ২৭১) ৫ম ও মেহেদী হাসান (প্রাপ্ত ভোট ২৫৪) ৬ষ্ঠ।