মুরাদনগর বার্তা ডেস্ক:
কুমিল্লার মুরাদনগর উপজেলা থেকে ঢাকা যাতায়াতের একমাত্র সড়কের উপর নির্মিত ছয়টি বেইলি ব্রিজ যাত্রীসাধারণের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। মেয়াদোত্তীর্ণ ও মরিচাধরা পুরাতন এসব বেইলি ব্রিজের পাটাতন ভেঙে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
এলাকা ঘুরে জানা যায়, মুরাদনগর-ঢাকা সড়কের মুরাদনগর উপজেলা অংশের সড়কে অনেকগুলো সেতু ও বেইলি ব্রিজ রয়েছে। তবে ব্রিজগুলোর মধ্যে এ সড়কের উপজেলা সদরের অদূরে গোমতী নদীর উপর নির্মিত একটি, উপজেলার নেয়ামতকান্দি, সুবিলারচর, পাঁচপুকুরিয়া, বোরারচর, ছালিয়াকান্দিসহ ছয়টি বেইলি ব্রিজের অবস্থা একেবারেই নাজুক। এসব ঝুঁকিপূর্ণ ব্রিজের উপর দিয়ে দিনে-রাতে ঝুঁকি নিয়ে বিরতিহীন বাসসহ ছোট-বড় অসংখ্য যানবাহন ও পণ্যবাহী পরিবহন চলাচল করছে। জরাজীর্ণ এসব ব্রিজ দিয়ে এ সড়কপথে চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
জানা যায়, মুরাদনগর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ পর্যন্ত সড়কের দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার। অপরদিকে মুরাদনগর থেকে কোম্পানীগঞ্জ-ক্যান্টনমেন্ট হয়ে বিকল্প সড়কে ইলিয়টগঞ্জ পর্যন্ত দূরত্ব ৪৫ কিলোমিটার। বেইলি ব্রিজগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় অধিকাংশ যানবাহন ২৭ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে ঢাকা-মুরাদনগর যাতায়াত করতে গিয়ে সময় ব্যয়সহ ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে।
স্থানীয়রা জানায়, ইতোপূর্বে বেশ কয়েকবার এ সড়কের বোড়ারচর, ছালিয়ান্দি, পাঁচপুকুরিয়ায় বেইলি ব্রিজের পাটাতন ও রেলিং ভেঙে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুন জানান, মুরাদনগর উপজেলা সদরের অদূরে ঢাকা-মুরাদনগর সড়কের গোমতী নদীর উপর নির্মিত জরাজীর্ণ বেইলি ব্রিজের পাশে বিকল্প একটি সেতু নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়েছে। অপর ব্রিজগুলো পর্যায়ক্রমে সংস্কার করা হবে।
কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাইফুদ্দিন জানান, ঢাকা-মুরাদনগর সড়কের বেইলি ব্রিজগুলোর পাশে বিকল্প সেতু নির্মাণের জন্য মন্ত্রণালয়ে অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে কাজ শুরু করা হবে।