মো. হাবিবুর রহমান:
এইচএসসি পরীক্ষার ফলাফলে আশানুরূপ সফলতা অর্জন করায় কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন টনকী ইউনিয়নের বাইড়া এম. আরিফ স্কুল এন্ড কলেজের উদ্যোগে সোমবার দুপুরে এক আনন্দ র্যালি বের করা হয়।
র্যালিটি বাদ্যযন্ত্রের তালে তালে স্থানীয় বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ চত্বরে এসে আনন্দ উল্লাসে মেতে ওঠে অভিভাবকসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
উক্ত কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে শতভাগ পাশসহ শিক্ষার্থীরা ৯৪.৭৪% সফলতা অর্জণ করেছে।
অনুষ্ঠিত র্যালিতে নেতৃত্ব দেন কলেজ গভর্নিং বডির সভাপতি তৈয়বুর রহমান তুহিন ও কলেজ অধ্যক্ষ কামাল উদ্দিন আহমেদ। র্যালিতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাশুকুল ইসলাম মাশুক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, স্বেচ্ছাসেবকলীগ নেতা শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক ও গভর্নিং বডির সদস্য তাপস চন্দ্র সরকার, সিনিয়র সহকারী শিক্ষক ও গভর্নিং বডির সদস্য নজরুল ইসলাম, প্রভাষক ও গভর্নিং বডির সদস্য রাবেয়া বেগম, স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক মজিবুর রহমান, কলেজ গভর্নিং বডির সদস্য শাহআলম সরকার, মনিরুজ্জামান, জসিম উদ্দিন, ডাক্তার দেলোয়ার হোসেন, নয়ন সরকার, ফরিদ উদ্দিন ও রাশেদা আক্তার প্রমুখ।