শামীম আহাম্মদ :
কুমিল্লার মুরাদনগরে মৎস্য দপ্তরের উদ্যোগে রাজস্ব বাজেটের আওতায় চারটি প্রাতিষ্ঠানিক পুকুর ও একটি বর্ষা প্লাবিত জলাশয়ে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন প্রজাতির সুস্থ্য-সবল পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি দেবিদ্বার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাছির আহাম্মদ ভুইয়া, দেবিদ্বার মৎস্য খামার ব্যবস্থাপক তাজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাশুকুল ইসলাম মাশুক, চাপিতলা ইউপি চেয়ারম্যান কাইয়ুম ভুইয়া, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহম্মদ, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা দিদারুল আলম ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান প্রমুখ। প্রাতিষ্ঠানিক পুকরগুলো হচ্ছে-উপজেলা পরিষদ পুকুর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুকুর, টনকী পরিবার-পরিকল্পনা অফিস পুকুর, দিলালপুর তমিজ উদ্দিন আদর্শ শিশু সদন পুকুর ও বর্ষা প্লাবিত ডুমুরিয়া বিল।
পুকুর ও জলাশয়ে এক লাখ টাকা মূল্যের ৩১২.৫ কেজি পোনা মাছ দেবিদ্বার মৎস্য বীজ উৎপাদন খামার থেকে ক্রয় করা হয়।