মোঃ হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মুরাদনগর উপজেলার ভবানীপুর দাখিল মাদরাসায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদরাসার সুপার মাওলানা আবু মুছার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শিশু, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম শাহেদ, প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান।
এতে আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক মাওলানা আবু ইউসুফ, মির্জা আবুল হাশেম, কামাল হোসেন, কবির হোসেন, সিরাজুল ইসলাম সরকার, ব্যবসায়ী মর্তুজ আলী, ফেরদৌস আল-আজাদ, আব্দুস ছালাম, জজ মিয়া মেম্বার, সহকারী শিক্ষক মোশারফ হোসেন, কামাল উদ্দিন, মনিরুল ইসলাম, সুমন মিয়া ও মুর্শিদ মিয়া প্রমুখ। আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাদরাসার সহকারী মৌলভী মাওলানা শফিকুল ইসলাম।