মো. হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও গণসমাবেশ রোববার বিকেলে মোচাগড়া দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য খায়রুল আলম সাধন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রুহুল আমিন, সদস্য আরিফুল ইসলাম শাহেদ, মোর্শেদ খান।
যাত্রাপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের নবগঠিত কমিটির সভাপতি সেলিম মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, যাত্রাপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজুল ইসলাম। যুবলীগ নেতা মহসিন সরকারের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য রাজিব আহমেদ তুহিন, মাইন উদ্দিন তুষার, যাত্রাপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের নবগঠিত কমিটির সহসভাপতি মনির হোসেন, সাইদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পারভেজ সরকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফোরকান উদ্দিন, ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি সফিকুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মনু মিয়া, সহ-সভাপতি মোনাফ মিয়া, আওয়ামীলীগ নেতা মোখলেছুর রহমান, আব্দুর রউফ ও কালা মিয়া প্রমুখ। সভায় বক্তারা শেখ হাসিনা সরকারের উন্নয়ন তথা বিএনপি ও জামায়াত জোট সরকারের সময়ে তাদের দু:শাসনের চিত্র তুলে ধরেন।
একই সাথে আওয়ামী লীগের অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে উন্নয়নের রূপকার এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুণকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য দলের জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি উদাত্ব আহবান জানান।