হাফেজ মোঃ নজরুল ইসলামঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর সোনা মিয়া মোল্লা দরুল উলুম দাখিল মাদ্রাসার স্টুডেন্টস কেবিনেট নির্বাচন ২০১৭ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছাত্র ছাত্রীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে শেষ হয় এ নির্বাচন, ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ ম শ্রেণি পর্যন্ত মোট ৩১৭ জন ভোটারের মধ্যে ১৮জন প্রার্থী প্রতিদন্ধীতা করেন এতে ৩জন ছাত্রী ও ৫জন ছাত্র মোট ৮জন নির্বাচিত হন।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ১০ শ্রেণির ছাত্র তানভীর আহমেদ, কমিশনার ছিলেন ৯ম শ্রেণির ছাত্র মোঃমহিউদ্দীন ও ৮ম শ্রেণির ছাত্রী রুমা আক্তার ৪ টি বুথে আলাদা ভাবে দীর্ঘ লাইনে দাড়িয়ে থেকে আনন্দঘন পরিবেশে ছাত্র ছাত্রীরা তাদের জীবনের প্রথম ভোট দেন।সকল শিক্ষকগন মনিটরিং এর দায়িত্ব পালন করেন। অত্র মাদ্রাসার সুপার মাওলানা মজিবুর রহমানের সার্বিক তত্বাবধানে সুন্দর ভাবে শেষ হয় এ নির্বাচন।