মো: ইমন মিয়া, পূর্বধৈইর পূর্ব ইউনিয়ন (মুরাদনগর) প্রতিনিধিঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলার নব-গঠিত বাঙ্গরা বাজার অন্তর্গত হিরাপুর মধ্য পশ্চিম পাড়া যুব উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।
সোমবার বিকাল ০৫ ঘটিকায় জসিম মাষ্ঠার মার্কেটে মো: শহীদ মু্ন্সী সভাপ্রতিত্বে দোয়া ও আলোচনা সভা হয়। মো: জসিম মাষ্ঠারের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট ফয়সাল আহমেদ, মুরাদনগর উপজেলার মহিলা লীগের সাধারন সম্পাদক মায়া, আওয়ামী লীগের নেতা হানিফ সরকার, দ্বেবীদারের আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান, মুরাদনগরের বিশিষ্ঠ ব্যবসায়িক ও মুরাদনগর উপজেলার আওয়ামী লীগের সাংগঠিনক সম্পাদক স্বপন, মুরাদনগর উপজেলার ছাত্র লীগের সাবেক যুন্মা সাধারন সম্পাদক শাহজালাল ভূইয়া রাকিব, আওয়ামী লীগের নেতা মাসুকুর রহমান মাসুক।
এতে বক্তব্য রাখেন পূর্ব ধৈইর পূর্ব ইউনিয়নে আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক সুভা মিয়া, মুরাদনগরের উপজেলার আ.লীগের প্রচার সম্পাদক শুকলাল দেবনাথ, পূর্ব ধৈইর পূর্ব ইউনিয়নে বর্তমান যুব লীগের সভাপ্রতি মকবুল হোসেন, পূর্ব ধৈইর পূর্ব ইউনিয়নে যুব লীগের সাবেক সভাপ্রতি আবু জাহের ভূইয়া, ইউনিয়নে আ.লীগের সাধারন সম্পাদক কুদ্দুস সরকার, আওয়ামী লীগের নব-যোগদান মো: মকবুল ডিলার, ইউনিয়নে আ. লীগের নেতা দুলাল ঠাকুর , বিশিষ্ঠ সসাজ সেবক কুদ্দুস ভূইয়া, হিরাপুর কেদ্রীয় জামে সমসজিদের পেশ ইমাম হান্নান, হিরাপুর পশ্চিম পাড়া জামে মসজিদের খতিব আল আমিন প্রমুখ।
এতে দোয়া পরিচালনা করেন দিঘীর পাড়া সিনিয়র মাদ্রাসা সহ-সুপার মাওলানা হোসাইন আহমেদ।