মোঃ মোশাররফ হোসেন মনিরঃ
নানা জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।সম্মেলনের প্রায় এক বছর পর এ সাংগঠনিক জেলার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিল কেন্দ্রীয় আওয়ামী লীগ।
মঙ্গলবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত ৭৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
এর আগে গত বছরের ৯ ডিসেম্বর কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে ম. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক পদে রোশন আলী মাস্টারের নাম ঘোষণা করেছিল কেন্দ্রীয় আওয়ামী লীগ।
পরে নানা জটিলতা ও করোনা সংকট কাটিয়ে এক বছর পর ৭৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটিতে জেলার সাতটি উপজেলার নবীন ও প্রবীণের সমন্বয় করে এবং মনোনয়ন বঞ্চিত ও ত্যাগী নেতাদের স্থান দেয়া হয়।
এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ কুমিল্লা উত্তর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন মুরাদনগর উপজেলার ২২ বর্ষীয়ান নেতা।
তারা হলেন, সভাপতি ম রুহুল আমীন, সহ-সভাপতি হানিফ সরকার, মাইনুল হোসেন, আবু নাসের, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রানা, আইন বিষয়ক বিষয়ক সম্পাদক এ্যাড আবুল কালাম আজাদ তমাল, দফতর সম্পাদক সাইফুল ইসলাম রাজিব, স্বাস্থ ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ সরকার, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু কাউছার সরকার।
কার্যনির্বাহী সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুন এম.পি, জাহাঙ্গীর আলম সরকার, হারুন আল রশিদ, সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু, এ্যাড আবুল কালাম আজাদ, আফজালুন নেছা বাসেত, রফিকুল ইসলাম সরকার, মোহাম্মদ আলমঙ্গীর কবির, ভিপি জাকির হোসেন।
এছাড়াও উপদেষ্ঠা মন্ডলীর সদস্য হিসেবে আছেন, পিন্সিপাল শাহ আলম, বিচারপতি এম ফারুক, ওশিনী কুমার দেবনাথ, আব্দুল গফুর ডিলার।
মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাষ্টার এর স্বাক্ষরিত অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটি থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া যায়।