বেলাল উদ্দিন আম্মেদ, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের এক পরিত্যাক্ত দোকান হতে গত শুক্রবার রাত ১০টার দিকে পচাঁ-গলা এক যুবতির (৩৫) লাশ উদ্ধার করেছে মুরাদনগর থানা পুলিশ।
পুলিশ তার পরিচয় সনাক্ত করতে পারেনি। তবে বাজার ব্যবসায়ীরা তাকে পাগল হিসাবে বিভিন্ন সময় বাজারে ঘোরা-ফেরা করতে দেখেছে বলে জানায়।
পুলিশ জানায়, লাশ উদ্ধার কালে তার গায়ে আঘাতের কোন চিহ্ন ছিল না। তার গায়ে ৪টি জামা কাপড় ও তার সাথে পুটলি বাধা অবস্থায় আরো ৩/৪টি পুরান কাপড় ছিল। পুলিশের ধারনা মাস খানেক আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে ও পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।