হাফেজ নজরুল ইসলামঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় অটোরিক্সা চালক হত্যা মামলার পলাতক আসামী গোলাম জিলানীকে(২২) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার খামারগ্রাম এলাকার কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কে চট্টগ্রাম থেকে আশা নবীনগরগামী এয়ারকন বাস থেকে তাকে আটক করে উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশ।
আটককৃত নজরুল ইসলাম উপজেলার মেটংঘর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২৯ নভেম্বর সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কোরবানপুর থেকে ২ জন যাত্রী সেজে সোহেলের অটোরিক্সায় উঠে দৌলতপুরের দিকে যায়। পরে রাত সাড়ে ৯টায় উপজেলার মুকলেশপুর এলাকার একটি ধান ক্ষেতে অটোরিক্সা চালকের লাশ পাওয়া যায়। সে সময় আটোরিক্সা, মোবাইলফোন ও টাকা নিয়ে যায় ঘাতকরা।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাঙ্গরা বাজার থানার এসআই শাহনেওয়াজ জানান, মোবাইল ট্র্যাকিং ও প্রযুক্তির মাধ্যমে এই হত্যা মামলার রহস্য উদঘাটন করি। আটোরিক্সা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এরশাদ ও জিলানী এই দুইজন মিলে হত্যা করে সোহেলকে।
এ ব্যপারে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন আমরা প্রযুক্তির সহযোগিতায় দীর্ঘ এক বছরের চেষ্টায় পলাতক আসামী গোলাম জিলানীকে গ্রেফতার করতে পেরেছি। বুধবার দুপুরে আটককৃতকে আদালতরে মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।