মোঃ শাহ আলম, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে উপজেলার বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুরে অবস্থিত অধ্যাপক আবদুল মজিদ কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন এএএমসি ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে গতকাল শনিবার কলেজ ক্যাম্পাসে বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়।
এতে কলেজ প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি এবং হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আলহাজ¦ জাহাঙ্গীর আলম সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম, কলেজের অধ্যক্ষ মোঃ ফেরদৌস আহমদ চৌধুরী, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, হোমনা পৌর আওয়ামী লীগ এর সভাপতি আনোয়ার হোসেন বাবুল, হোমনা বিআরডিবি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন। কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা প্রধান অতিথি জাহাঙ্গীর আলম সরকার ও কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবদুল মজিদকে লাল গালিচা সংবর্ধনা দেয়।
প্রাক্তন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্মৃতিচারণ মুলক বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য মোঃ নাছির উদ্দিন শিশির, র্যাবের পুলিশ কর্মকতা মিজানুর রহমান, সিনিয়র জুডিশিয়াল জজ মিথিলা জাহান নীপা, ৩৬তম বিসিএস প্রশাসন সুপারিশকৃত মোশারফ হোসেন, দাউদকান্দি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহিদুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি আল আমিন সরকার, আব্দুর রশিদ বেপারী, শফিকুল ইসলাম, আল- আমিন প্রধান, রিয়াদ, এনামুল হক এবং ফ্রেন্ডস ক্লাবের এডমিন পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,জাতিকে উন্নতি করতে হলে লেখাপড়া বিকল্প নাই। এই কলেজের ছাত্ররা তাদের মেধার স্বাক্ষর রেখে সরকারের উচ্চ পদে আসীন হয়ে জাতির সেবা করে যাচ্ছে। সেই জন্য আমরা গর্বিত ও আনন্দিত।
কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবদুল মজিদ বলেন এই কলেজের প্রাক্তন ছাত্ররা কলেজকে ভালবেসে মিলনমেলার আয়োজন করেছে সেই জন্য তিনি তাদেরকে ধন্যবাদ দেন। তিনি আরো বলেন, ছাত্রদেরকে আমি আমার সন্তানের মতই ভালবাসি। তাদের ভবিষ্যৎ জীবন যেন আরো উজ্জ্বল হয় সেই দোয়াই করছি।
পরে প্রাক্তন ছাত্র রাসেল ও তার সহপাঠী মোঃ রাসেল, মোঃ শিমুল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যান্ড সঙ্গীত পরিবেশন করেন। তাছাড়া প্রাক্তন ছাত্র ইমরান অনুষ্ঠানে যাদু প্রদর্শন করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রাক্তন ছাত্র রাকিব হাসান।