শামীম আহম্মেদ:
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় অবৈধভাবে নেওয়া অন্তত পাঁচশত পরিবারে ব্যবহৃত অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এ সময় ভূক্তভোগীরা অবৈধভাবে গ্যাসের আবাসিক সংযোগ দেয়ার মাধ্যমে সাধারন নিরিহ গ্রাহকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান ও দালাল চক্রের সিন্ডিকেটদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানায়।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পালাসুতা গ্রামে উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, বাখরাবাদ গ্যাসের ডিজিএম (সেফটি-এন্ড সিকিউরিটি) হেলাল উদ্দিন শিকদারের নেতৃত্বে ও র্যাব-পুলিশের সমন্বয়ে এই অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হয়।
এ সময় কুমিল্লা জেলার র্যাব অধিনায়ক প্রনব কুমার, বাখরাবাদ গ্যাসের ডিজিএম (সেলস) সাইফুল ইসলাম ভুইয়া, ডিজিএম (প্রকৌশলী) মর্তুজা রহমান খান, ডিজিএম (ভিজিল্যান্স) রবিউল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাখরাবাদ গ্যাসের প্রায় ২৫/৩০ জন শ্রমিক অংশ নেয়।
ভূক্তভোগীরা জানায়, দারোরা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসা বাড়ির মালিক গ্যাস সংযোগের জন্য উপজেলা তরুন লীগের সভাপতির পরিচয় কারি আবুবকর সালাফি নামের চক্রটিকে ৮০ থেকে ৯০ হাজার টাকা প্রদান করেছি। বিগত চার বছর ধরে সে বৈধ সংযোগের কথা বলে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে আমাদের সাথে প্রতারণা করেছে।
এ বিষয়ে বাখরাবাদ গ্যাসের ডিজিএম (সেফটি-এন্ড সিকিউরিটি) হেলাল উদ্দিন শিকদার বলেন, বিগত ৬ মাস পূর্বে বাখরাবাদ কর্মকর্তারা ওই এলাকার অবৈধ গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করতে গেলে চক্রটি তাদের বাধাঁ প্রদান করে। ওই সময় তাদেরকে কিছুক্ষণ জিম্মি করে রাখা হয়। পরে বিষয়টি মন্ত্রনালয়ের আদেশ ক্রমে আজ আমরা অভিযান চালিয়ে প্রায় পাঁচশত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
তিনি আরো বলেন, এই অবৈধ গ্যাস সরবরাহ দেওয়ার কারণে বৈধ সংযোগ নেওয়া গ্রাহকরা প্রয়োজনীয় চাপের (প্রেসারের) গ্যাস পাচ্ছেন না। বৈধ গ্রাহকদের নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতকরণ ও অবৈধ সংযোগের সংখ্যা কমাতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। আশ-পাশের সব অবৈধ গ্যাস লাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে। এ ছাড়া অবৈধ গ্যাস সংযোগ প্রদানকারীদের নাম সংগ্রহ করেছি, তাদের বিরুদ্ধে অচিরেই দুদকে মামলা দায়ের করা হবে।