এন এ মুরাদঃ
অভিবাসনে সুশাসন নিশ্চিতকরণ ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে কুমিল্লার মুরাদনগরে ব্র্যাকের এক কর্মশালা উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে বিদেশ ফেরত অভিবাসিদের জন্য টেকসই পুনরেত্রীকরণ, নিয়মিত ও দায়িত্বপূর্ণ অভিবাসন নিশ্চিত করণ ও বাংলাদেশে পরিকল্পিত নীতিমালা বাস্তায়নের মাধ্যমে আগ্রহী অভিবাসীদের বিদেশ গমনে সহায়তা প্রদান করা লক্ষে ব্রাক একটি স্টিয়ারিং কমিটির পরামর্শ অনুযায়ী প্রবাসী কল্যান ও বৈদেশিক সন্ত্রনালয়, পররাষ্ট মন্ত্রনালয়, স্বরাষ্ট্র মন্ত্রনালয়, ইউরোপীয় ইউনিয়ন (দাতা) আইওএম (কারিগরী সহায়তা) , ব্রাক (বাস্তবায়নকারী সংস্থা) প্রতিষ্ঠান সমূহের সম্পৃক্ততায় মাঠ পর্যায়ে উপজেলা মাইগ্রেশন ফোরাম ও জেলা কোঅর্ডিনেশন কমিটি গঠন করে সংশ্লিষ্ট সরকারী প্রতিনিধিদের অংশগ্রহনে অভিবাসনে সুশাসন নিশ্চিত করা হবে বলে জানানো হয়।
মুরদনগর উপজেলায় গৃহিত কর্মসূচির আওতায় কামাল্লা , চাপিতলা , টনকি, যাত্রাপুর, মুরাদনগর, ধামঘর, নবীপুর পূর্ব, নবীপুর পশ্চিম ও বাঙ্গরায় মাঠপর্যায়ে বিদেশ গমনের সচেতনতা ফেরত অভিবাসীদের অর্থনৈতিক পুনঃএকত্রীকরনে প্রয়োজনীয় সহায়তা ও মতবিনিময় করা হচ্ছে। ব্র্যাকের আরএসসি ম্যানেজার ইমাম উদ্দিনের উপস্থাপনায় উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা প্রতিনিধি দিভাস কিশোর দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা। সহকারী কমিশনার (ভূমি) রায়হান মেহেবুবের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: আলী নুর বশীর আহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা আল-মামুন রাসেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদ, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াছিন গাজী প্রমুখ।