আবুল খায়ের, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার খুরুইল আজগরীয়া আলিম মাদ্রাসার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
এতে এলাকার সকল অভিভাবকসহ বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন অংশ গ্রহন করেন। এ সময় শিক্ষার গুনগত মান বজায় রাখার লক্ষ্যে আলোচনা করা হয়।
প্রতিষ্ঠানের সভাপতি আলমগীর কবিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মনজুর আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের, মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আনিছুর রহমান মোল্লা, খুরুইল বুটিয়াকান্দি দরবার শরিফের পীরজাদা এমদাদুল হক, সহকারী মৌলভী শরিফুল ইসলাম, প্রভাষক শামছুল ইসলাম, জাহাঙ্গীর শাহ প্রমুখ। পরে দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মোনাজাত করা হয়।